1. banijjobarta22@gmail.com : admin :

অনলাইন জুয়া বন্ধে কঠোর কেন্দ্রীয় ব্যাংক

  • Last Update: Thursday, February 23, 2023

নিজস্ব প্রতিবেদক

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ক্রিপ্টো কারেন্সি ও অবৈধভাবে ফরেন ট্রেডিংয়ের সঙ্গে জড়িত অ্যাকাউন্টের কালো তালিকা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অ্যাকাউন্টগুলোর লেনদেন কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মোবাইল সার্ভিস প্রোভাইডারদের এক বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে এমএফএসের সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ। এর মধ্যে সক্রিয় এজেন্ট সংখ্যা ১৫ লাখ ২২ হাজার। বিপুল সক্রিয় হিসাবের কারণে কিছু অসাধুচক্র স্বল্প সময়ে দ্রুত পদ্ধতিতে এমএফএসের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছে। পাশাপাশি ডিজিটালাইজড হওয়ার কারণে অনেক জুয়াড়ি ব্যাংকিং প্লাটফর্মকেও ব্যবহার করছে। এক্ষেত্রে যেসব ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এজেন্ট এ ধরনের সন্দেহজনক লেনদেন করছে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের অ্যাকাউন্ট বন্ধ করার এবং কালো তালিকা মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংক ও এমএফএসগুলোর ট্রানজেকশন প্রোফাইল হালনাগাদ করাসহ সব ধরনের লেনদেন তদারকি কার্যক্রম সুসংগঠিত করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট ফ্রেমওয়ার্ক প্রণয়ন করার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, অনলাইন জুয়াড়ির বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করছে। এক অ্যাকাউন্ট বন্ধ করে দিলে পরক্ষণেই অন্য একাউন্ট দিয়ে তারা লেনদেন পরিচালনা করে। তাই তাদের শনাক্ত করা এবং তাদের কার্যক্রম বন্ধ করা বেশ কঠিন। সর্বোপরি এমএফএসগুলোকে তাদের তদারকি বৃদ্ধি এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর তথ্য বিটিআরসি বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ লেনদেনে জড়িত প্রমাণিত অপরাধীকে শাস্তির আওতায় আনার বিষয়ে চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com