1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেতাশূন্য ১৩১ কোম্পানি

  • Last Update: Wednesday, February 22, 2023

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। লেনদেনে অংশ নেওয়া ১৩১ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, ফার্মা খাতের ১৪টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে প্রকৌশল, জ্বালানি খাতের ১১টি, আর্থিক খাতের ৫টি, বীমা খাতের ৪টি, টেলিমিউনিকেশন খাতের ৩টি, কাগজ, বিবিধ ও সিমেন্ট খাতের ২টি, সিরামিক, আইটি ও ট্যানারি খাতের ১টি কোম্পানি।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com