1. banijjobarta22@gmail.com : admin :

আজও সূচকের পতন

  • Last Update: Monday, February 20, 2023

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে আজ ৩২৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com