বাণিজ্য বার্তা ডেস্ক
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাভার ইবাদুল ইসলাম এজেন্সি অফিসের আয়োজনে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সাভারের একটি অভিজাত হোটেলে এটি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র জি এম সৈয়দ মাসকুরুল হক, জি এম মো. মনির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলেয়া আক্তার।
সভাপতিত্ব করেন কোম্পানির ডিজিএম ও সাভারের ইনচার্জ মো. ইবাদুল ইসলাম। সভায় এজিএম, বিএমসহ প্রায় শতাধিক এফএ অংশগ্রহণ করেন।