1. banijjobarta22@gmail.com : admin :

জমি লিজ দেবে ইনটেক

  • Last Update: Wednesday, February 15, 2023

নিজস্ব প্রতিবেদক

অব্যবহৃত জমি লিজ দেবে ইনটেক লিমিটেড। কোম্পানির তারল্য সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ময়মনসিংহের তরাকান্দায় ৩০ একর জমি লিজ দেবে। কোম্পানিটি বছরে প্রতি একর জমিতে ৭০ হাজার টাকা নেবে।

কোম্পানিটি আগামী ৫ বছরের (মার্চ,২৩-ফেব্রুয়ারি,২৮) জন্য বিশ্বাস অ্যাগ্রো ফিজারিজ লিমিটেডে জমি লিজ দেবে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com