নিজস্ব প্রতিবেদক
সোমবারআঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ২২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ২৬ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ০৪ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর, ইস্টার্ণ হাউজিং, আমরা নেটওয়ার্কস, জেমিনি সী, ওয়াইম্যাক্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।