নিজস্ব প্রতিবেদক
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কমেছে।
ডিএসইতে আজ ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ৪২ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে ৫৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।