1. banijjobarta22@gmail.com : admin :

কাল পালিত হবে জাতীয় বীমা দিবস

  • Last Update: Monday, February 28, 2022

নিজস্ব প্রতিবেদক

‌‌‌‌“বীমা সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল ১ মার্চ পালিত হবে জাতীয় বীমা দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

দিবসটি উপলক্ষ্যে আইডিআরসহ সরকারি-বেসরকারি বীমা কোম্পানিগুলো বর্ণিল সাজে সেজেছে।

দিবসটির মূল অনুষ্ঠান হবে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ও বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

উল্লেখ্য, ১৯৬০ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০২০ সাল থেকে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে জাতীয় বীমা দিবস।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com