1. banijjobarta22@gmail.com : admin :

জীবন বীমা কোম্পানিগুলো নিয়ে সভা করবে বিআইএ

  • Last Update: Monday, February 6, 2023

নিজস্ব প্রতিবেদক

জীবন বীমা কোম্পানিগুলোর বর্তমান অবস্থা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা করবে বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে সভাটি হবে।

সভাপতিত্ব করবেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সকল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

একাধিক বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে আলোচনা সভায় কোম্পানির চেয়ারম্যানকে উপস্থিতি থাকতে অনুরোধ করা হয়েছে। বিশেষ কারণে সভায় চেয়ারম্যান উপস্থিত থাকতে না পারলে ভাইস-চেয়ারম্যান অথবা একজন পরিচালককে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com