1. banijjobarta22@gmail.com : admin :

বেড়েছে সূচক ও লেনদেন

  • Last Update: Thursday, February 2, 2023

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকেও লেনদেন বেড়েছে।

ডিএসইতে আজ ৬৮৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ২৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com