1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসই-সিএসইকে নিরাপত্তা নীতি প্রণয়নের নির্দেশ

  • Last Update: Sunday, February 27, 2022

নিজস্ব প্রতিবেদক

সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ‘নেটওয়ার্ক ইনস্টলেশন এবং নিরাপত্তা নীতি’ প্রণয়ন করতে নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) কমিশনের সহকারী পরিচালক মাকছুদা মিলা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এই নীতি প্রণয়ন করা হলে ব্রোকার হাউজগুলো একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের সুযোগ পাবে না বলে জানা গেছে।

যেসব ব্রোকার হাউজ একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে তাদের কাছ থেকে এর কারণ জানার জন্য দুই এক্সচেঞ্জকে নির্দেশনা দিয়েছে বিএসইসি। একই সঙ্গে ওই হাউগুলো সরাসরি পরিদর্শন করতে হবে ডিএসই এবং সিএসইকে। এছাড়াও শেয়ার বিক্রেতাদের তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

ব্রোকার হাউজগুলো কোন সফটওয়্যার ব্যবহার করতে চাইলে আগে ডিএসই এবং সিএসই থেকে অনুমতি নিতে হবে। ডিএসই এবং সিএসই অনুমতি দিলে নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানাতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলায় হয়, দুই এক্সচেঞ্জ ‘হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ইনস্টলেশন নীতি’ এবং ‘নেটওয়ার্ক ইনস্টলেশন এবং নিরাপত্তা নীতি’ প্রণয়ন করবে। ব্রোকার হাউজগুলোর মাঝে এ নিয়ম প্রচার করতে হবে। এছাড়াও ডিএসই এবং সিএসই আলাদাভাবে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর দৈনিক লেনদেনের ডেটা সংরক্ষণের জন্য ব্যাক-আপ নীতি প্রণয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এসব ব্রোকারেজ একটি সফটওয়্যার দিয়ে প্রকৃত তথ্য এবং অন্যটি দিয়ে ভুয়া প্রতিবেদন তৈরি করতো। ফলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের বিষয়ে সঠিকভাবে জানতে পারতেন না।

বিএসইসির এই নির্দেশনার ফলে একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করার আগে ডিএসই এবং সিএসই থেকে অনুমতি নিতে হবে। একইসঙ্গে দুই স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানাবে। এছাড়াও যারা বর্তমানে ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে তাদের কাছ থেকে কারণ জানার পাশাপাশি সেসব ব্রোকার হাউজ পরিদর্শন করবে ডিএসই এবং সিএসই। ফলে বিনিয়োগকারীদের অর্থের হেরফের হচ্ছে কি না তা সহজেই বোঝা যাবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com