1. banijjobarta22@gmail.com : admin :

বুরো বাংলাদেশের বন্ড অনুমোদন

  • Last Update: Wednesday, January 25, 2023

নিজস্ব প্রতিবেদক

বুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার জিরো ক্যুপন বন্ড অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসির ৮৫৩তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বন্ডটি হবে নন-কনভার্টেবল, আন-সিকিউরিড, ফুল্লি রিডেম্বল ও সাসটেইন্যাবল ফাইন্যান্স। বন্ডটি ৮% ডিস্কাউন্ট রেটে ইস্যু করা যাবে এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের মেয়াদ ২ বছর।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ডের টাকায় বুরো তাদের ক্ষুদ্র ঋণ/ এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে।

সেনা কল্যাল ইনস্যুরেন্স লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে এবং এরেঞ্জার হিসেবে দায়ত্ব পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com