1. banijjobarta22@gmail.com : admin :

বিদেশি বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছে জাপান

  • Last Update: Tuesday, January 24, 2023

বিশ্ববাণিজ্য ডেস্ক

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ সুবিধা দিচ্ছে জাপান। বার্তা সংস্থা নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ ১০ গুণের বেশি বাড়াতে চায় জাপান। বর্তমানে দেশটি তাদের দেশীয় প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ বিনিয়োগের সুযোগ দেয়।

তবে এবার এমন সিদ্ধান্ত থেকে সরে আসছে জাপান। বিদেশি বিনিয়োগে কোনো সীমা রাখছে না দেশটির সরকার। এখন বিনিয়োগকারীরা যেকোনো পরিমাণ অর্থ জাপানি প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে। নতুন এ সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছে জাপান।

এদিকে কঠোর কোভিড লকডাউনের বিরূপ প্রভাব পড়েছে জাপানের অর্থনীতিতে। গত চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটির মূল্যস্ফীতি। ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ৪ শতাংশ, যা ব্যাংক অব জাপানের লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ।

এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে জাপানে রপ্তানি মূল্যের তুলনায় আমদানিতে ১৯ লাখ ৯৭ হাজার কোটি ইয়েন বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার অতিরিক্ত খরচ হয়েছে। এর আগে ২০১৪ সালে দেশটিতে বাণিজ্য ঘাটতি ছিল ১২ লাখ ৮২ হাজার কোটি ইয়েন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com