নিজস্ব প্রতিবেদক
ঢাকার মিরপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) ইসিবি চত্ত্বরের টাওয়ার ৭১ আনন্দ নিকেতনে সভাটি হয়।
কোম্পানির সিনিয়র জিএম মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন জিএম মো. আব্দুল মজিদ, মো. মকলেছুর রহমান, মো. আলতাফ হোসেন, মো. রুহুল আমিন, মো. মনিরুজ্জামান খান, মো. দেওয়ান জামাল উদ্দিন মাষ্টার।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেলস এন্ড সফট স্কিলস ট্রেইনার আলামিন মোহাম্মদ।