1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজার: শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

  • Last Update: Monday, January 16, 2023

নিজস্ব প্রতিবেদক

ইসলামী শরিয়াহভিত্তিক শেয়ারবাজার গঠনে ৯ সদস্য বিশিষ্ট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৮৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর এর গেজেট প্রকাশিত হয়। গেজেটে প্রকাশিত বিধির নাম ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) রুলস-২০২২।

বিভিন্ন প্রকার ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দেবে এই অ্যাডভাইজরি কাউন্সিল। যেমন, শরিয়াহ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামী শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনো সিকিউরিটিজ শরিয়াহ সম্মত কি-না— সে সকল বিষয়েও কমিশনের চাহিদা অনুযায়ী মতামত দেবে।

শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল ২০২২ এর বিধি-৪ ও বিধি-৫ এ বর্ণিত শরিয়াহ স্কলার এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় নিয়ে ৯ সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমিশনের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচ জন শরিয়াহ স্কলার ও চার জন এক্সপার্ট থাকবেন।

এই নীতির আলোকে কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

নির্বাচিত পাঁচ শরিয়াহ স্কলার সদস্য হলেন, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি শহীদ রাহমানী, মুফতি ইউসুফ সুলতান, মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি) ও মওলানা শাহ ওয়ালী উল্লাহ।

এক্সপার্ট সদস্যরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট অধ্যাপক আবু তালেব, লিগাল এক্সপার্ট এ কে এম নুরুল ফজল বুলবুল, অ্যাকাউন্টিং এক্সপার্ট অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া ও ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট মেজবাহ উদ্দিন আহমেদ।

নিয়ম অনুযায়ী বিএসইসি কাউন্সিলের সদস্যদের মনোনীত করবে। আর কাউন্সিলের শরিয়াহ বেত্তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।

কাউন্সিলের চেয়ারম্যানসহ সদস্যদের মেয়াদ হবে তিন বছর। একজন সদস্য পর পর দুই মেয়াদের জন্য মনোনীত হতে পারবেন। তবে বিএসইসি চাইলে দুই মেয়াদের পর এক মেয়াদের বিরতি দিয়ে আবারও যেকোনো ব্যক্তিকে কাউন্সিলের সদস্য মনোনীত করতে পারবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে। শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে আগ্রহী দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরও উৎসাহী হবেন। এতে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com