1. banijjobarta22@gmail.com : admin :

পেঁয়াজে ঝাঁজ বাড়ছেই

  • Last Update: Saturday, February 26, 2022

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। এ অবস্থায় দ্রবমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন ভোক্তারা। তারা বলছেন, দ্রবমূল্যের দর না কমলে জীবন ধারণ কঠিন হয়ে যাবে।

গত শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে সবধরেনর সবজির দাম বেড়েছে। বেড়েছে পেঁয়াজের দামও। কয়েকদিন আগে ৩০-৩৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। শুকনো পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে। রসুন বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা কেজিতে।

বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫-১৬৮ টাকায়। পাঁচ লিটারের বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৯৫-৮২০ টাকায়।

এছাড়া কাঁচামরিচ ৬০-৬৫ টাকা, গোল আলু ২৩-২৫ টাকা, লাউ-৮০-১০০, বেগুন ৬০-৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৫০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, শসা ৩৫ টাকা, গাজর ৩৫-৪৫ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, শালগম ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস আগের মতোই ৩০-৪০ টাকায় বিক্রি হলেও ফুলকপি ও ব্রকলি প্রতি পিস ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কমেছে আদার দাম। ২০-২৫ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com