1. banijjobarta22@gmail.com : admin :

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেয়া যাবে নগদে, মিলবে ক্যাশব্যাক

  • Last Update: Wednesday, February 2, 2022

নিজস্ব প্রতিবেদক

এখন নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ফি দেয়া যাবে ‘নগদ’-এর মাধ্যমে। এতে শিক্ষার্থীদের প্রতি মাসে মিলবে ৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

বুধবার নগদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে এই ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালে একটি নগদ অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একজন শিক্ষার্থী প্রথম বিলটি পরিশোধের সময় এই ক্যাশব্যাক পাবেন।

ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই তিন মাস মিলে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অ্যাকাডেমিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ ১০০টির মতো শিক্ষাপ্রতিষ্ঠান।

নগদ অ্যাপ, ইউএসএসডি (*167#) অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের মার্চেন্ট কিউআর কোড ব্যবহার করে ফি দেয়া যাবে।

এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও সরাসরি নগদ সিলেক্ট করে ফি দেয়া যাবে।

ক্যাশব্যাক পেতে শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায়ের বিষয়ে নগদের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘আমরা সব সময় মানুষকে সহজে সেবা দেয়ার চেষ্টা করি। শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায় করার পাশাপাশি শিক্ষার্থীদের ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তারই উদাহরণ।’

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com