নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১০টা ২৩ মিনিট পর্যন্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩২ লাখ ৯ হাজার ৬৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা।