1. banijjobarta22@gmail.com : admin :

উত্তরা ফাইন্যান্সে চার সতন্ত্র পরিচালক নিয়োগ

  • Last Update: Thursday, December 29, 2022

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন পরিচালকরা হলেন- মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ মইনুর চৌধুরী, মাহমুদ হোসাইন ও মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

তিনি জানান, আগেই প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুনভাবে এই চারজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হল। পরবর্তীতে আরও পরিচালক যুক্ত হতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ১২ জনের তালিকা পাঠান হয়েছিল। তাদের মধ্য থেকে এই চারজনকে পরিচালক নিযুক্ত করা হয়। তবে এখনও চেয়ারম্যান নির্ধারণ করা হয়নি।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com