1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেতাশূন্য ১৬৭ কোম্পানি

  • Last Update: Wednesday, December 28, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৬৭ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা চলে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। আর্থিক ও ওষুধ খাতে ১২টি কোম্পানি ক্রেতাশূন্য। প্রকৌশল খাতের ১১টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র ও জ্বালানি খাতের ১০টি, ইন্স্যুরেন্স খাতের ৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫টি, খাদ্য খাতের ৩টি, সিমেন্ট, সিরামিক, আইটি ও বিবিধ খাতে ১টি করে কোম্পানি।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com