1. banijjobarta22@gmail.com : admin :

সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটনের

  • Last Update: Thursday, February 24, 2022

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করে সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৬.৮১ শতাংশ কমেছে। ক্লোজিং হয়েছে ৩০ টাকা ১০ পয়সায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১ টাকা ৬০ পয়সা বা ৬.৬৯ শতাংশ কমেছে ইয়াকিন পলিমার লিমিটেডের। দ্বিতীয় স্থানে রয়েছে এই কোম্পানিটি। ক্লোজিং হয়েছে ২২ টাকা ৩০ পয়সায়।

৩ টাকা ৯০ পয়সা বা ৬.৩৬ শতাংশ দর হারিয়ে এর পরেই রয়েছে এডিএন টেলিকম।

দর হারানো ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে -অ্যাপেক্স স্পিনিং, ইউনিয়ন ইন্স্যুরেন্স, তুংহাই নিটিং, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com