1. banijjobarta22@gmail.com : admin :

ফারইস্টের সাবেক সিইও হেমায়েত উল্লাহ ও স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

  • Last Update: Tuesday, December 20, 2022

নিজস্ব প্রতিবেদক

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ৪৭ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিলের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এই দণ্ড দেয়া হয়।

দুদকের সহকারী পরিদর্শক জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার উভয় আসামি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা।

দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় এই মামলা হয়।

মামলার আভিযোগে বলা হয়, হেমায়েত উল্লাহ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। স্ত্রী গৃহীনি হলেও দুদকের কাছে ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয়।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com