1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনও কমেছে

  • Last Update: Sunday, December 18, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। আর ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৪ পয়েন্টে।

ডিএসইতে ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com