নিজস্ব প্রতিবেদক
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৪৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল থেকে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে আজ ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার।