1. banijjobarta22@gmail.com : admin :

‘শেয়ারবাজার বাদ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়’

  • Last Update: Wednesday, December 14, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারকে বাদ দিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে হলে শেয়ারবাজারকে গুরুত্ব দিতেই হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা’ শীর্ক এক সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে সভাটি হয়।

ছায়েদুর রহমান বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে পলিসিগত কিছু সমস্যা আছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্যের পরিমাণ খুব কম। এ কারণে অতালিকাভুক্ত কোম্পানিগুলো বাজারে আসতে চায় না।

তিনি বলেন, কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে তার ব্যয় অনেক বেড়ে যায়, সেখানে মাত্র সাড়ে সাত শতাংশ কর গুরুত্ববহন করে না। ভালো কোম্পানি বাজারে আনতে হলে কর হারের পার্থক্য বাড়াতে হবে।

শেয়ারবাজারের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের সহযোগিতাও দরকার বলে মনে করেন তিনি।

ছায়েদুর রহমান বলেন, সব বিনিয়োগকারীই বিনিয়োগ করেন লাভের আশায়। এ জন্য আগে তারা বেছে নিতেন ভালো লভ্যাংশ দেওয়া কোম্পানি। কিন্তু এখন আর তা করেন না। এখন অনেকেই শুনে শুনে বিনিয়োগ করেন। এ ধরনের মনোভাবের জন্য বাজারকে গতিশীল করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন,আমাদের বাজারে অনেক অপপ্রচার চলে। যেমন প্রধানমন্ত্রী মিতব্যয়ী হতে বলেছেন। কিন্তু বিনিয়োগকারীরা ধরে নিয়েছেন ২০২৩ সালে দুর্ভিক্ষ শুরু হবে। এই চিন্তায় তারা অস্থির হয়ে গেল। দেশে কখনো দুর্ভিক্ষ হবে না বলেও মনে করেন তিনি। বলেন, এখন গ্রামে গিয়ে দেখবেন, এমন একটা বাড়ি পাবেন না, যে বাড়িতে ধান বা চাল নেই। ধান-চাল, ডাল সব মজুদ আছে। তাই দেশে দুর্ভিক্ষ হবার সুযোগ নেই।

সিএমজেএফের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম শেয়ারবাজারের উন্নয়নে সব সময়ই কাজ করেছে। বাজারের সামগ্রিক উন্নয়নে সংগঠন দুটি সামনেও কাজ করবে। তবে বাজারকে গতিশীল করতে স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা আরও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি।

সভা সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী। সংগঠনের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com