1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের নামমাত্র উত্থান

  • Last Update: Tuesday, December 13, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের নামমাত্র উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

মঙ্গলবার ডিএসইতে ৬১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৭ কোটি ৫১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭১ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com