নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের একজন নাজমুস সালেহীন (ছদ্মনাম)। শেয়ারবাজারে প্রায় দুই দশকের ক্যারিয়ার তার। দীর্ঘ এ সময়ে নানা চড়াই উৎরাই দেখেছেন তিনি। সংকটও কাটিয়েছেন। তবে চাকরি হারানোর মতো সংকটে পড়েননি। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি চাকরি হারানোর শঙ্কায় দিন পার করছেন। শেয়ারবাজারে লেনদেন তলানিতে নামায় তার হাউজ কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারিতে হাউজটিতে কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে মনে করছেন নাজমুস সালেহীন।
বাণিজ্য বার্তাকে তিনি বলেন, আমাদের হাউজে স্বাভাবিক ট্রেড হয় ১০ কোটি থেকে ১২ কোটি টাকা। নভেম্বর-ডিসেম্বরে এসে তা এক-দেড় কোটিতে নেমেছে। কোনোদিন কোটিও হচ্ছে না। যেহেতু হাউজের একমাত্র আয়ের উৎস কমিশন। তাই ট্রেড কম হওয়ায় কমিশনও কম পাওয়া যাচ্ছে। এ অবস্থায় পরিচালন ব্যয় উঠছে না। ব্যয় সংকোচনের জন্য হাউজে কর্মী ছাঁটাই করা হবে বলে মালিক পক্ষ থেকে ইঙ্গিত এসেছে। এ জন্য শঙ্কা নিয়েই দিন কাটাচ্ছি।
একই শঙ্কায় রয়েছেন অন্য একটি হাউজের মধ্যম সারির কর্মকর্তা আতাউর রহমান। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান বলেছেন, ব্যবসা না হলে তোমাদের বেতন দেবো কীভাবে? এভাবে হয়তো আর এক দুই মাস চালাতে পারবো। এরপর হয় হাউজ বন্ধ করে দিতে হবে না হলে খরচ সমন্বয়ে ছাঁটাই করতে হবে। স্যারের এ কথার পর হাউজজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
শুধু নাজমুস সালেহীন বা আতাউর রহমান নন, ছোট-বড় প্রায় সকল হাউজের কর্মীরাই ছাঁটাই আতঙ্কে রয়েছেন। এর মধ্যে অনেক হাউজে বেতন বন্ধ, কোনো হাউজ আংশিক বেতন দিচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা বিনিয়োগকারীদের পাশাপাশি ব্রোকারেজ হাউজগুলোকেও বিপাকে ফেলেছে। অনেক হাউজে মাসের পর মাস লেনদেন নেই। লেনদেন হলেও তা সামান্য। ফলে প্রতিষ্ঠানগুলো লোকশান করছে।
একাধিক ব্রোকার হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কাঙ্ক্ষিত ব্যবসা না হওয়ায় মালিক পক্ষ থেকে চাপ তৈরি হয়েছে। এতে কর্মীদের ওপর প্রভাব পড়ছে।
তারা বলছেন, এ অবস্থা থেকে উত্তরণের উপায় একটাই। তা হলো ব্যবসা। বাজার স্থিতিশীল হলে ভালো ব্যবসা হবে। আর ব্যবসা ভালো হলে কর্মীরা ঠিকমতো বেতন পাবে। অন্যথায় আর কোনো উপায় নেই।
শীর্ষ একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লেনদেনের পাশাপাশি যেসব হাউজ ঋণ দেয়, তারা কিছু সুদ পাচ্ছে। কিন্তু যারা ঋণ দেয় না, বলতে গেলে কয়েক মাস ধরে তাদের কোনো আয় নেই। নিজেদের পোর্টফোলিওর পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের লেনদেনও হচ্ছে না। কমিশনও পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, দুই মাসের বেশি সময় ধরে এ দুটি খাত থেকে ব্রোকারেজ হাউসগুলো তেমন আয় করতে পারছে না। অধিকাংশ শেয়ার ফ্লোর প্রাইসে (সর্বনিম্ম মূল্য সীমা) নেমে এসেছে। এসব শেয়ারে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ আটকে আছে।
দেশের শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের প্রতিষ্ঠানটিকে লাভজনকভাবে পরিচালনা করতে হলে গড়ে প্রতিদিন সর্বনিম্ন ১০০ কোটি টাকার লেনদেন হওয়া দরকার। আমাদের লেনদেন তখনই শতকোটি টাকার বেশি হয়, যখন বাজারের সার্বিক লেনদেন ৭০০ কোটি টাকার ওপরে থাকে। কিন্তু বেশ কিছুদিন ধরেই ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার কম হচ্ছে। এমনকি ৩০০ কোটিতে নেমে এসেছে। এ অবস্থায় পরিচালন ব্যয়ই উঠছে না।
অন্য একটি হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, গত সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি লোকসানে চলছে। তবে বছরের প্রথম ছয় মাসে ভালো ব্যবসা করায় গত কয়েক মাসের ধাক্কা সামাল দেওয়া গেছে। তবে এভাবে চললে তো হাউজ বাঁচানো যাবে না। খরচ কমাতে প্রতিষ্ঠান আমাকেও ছাঁটাই করতে পারে।