1. banijjobarta22@gmail.com : admin :

ফ্লোর প্রাইস আরোপের কারণ জানালেন বিএসইসি চেয়ারম্যান

  • Last Update: Monday, December 5, 2022
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজারে বর্তমান পরিস্থিতিতে ঠিক কী কারণে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

তিনি বলেন, শেয়ারবাজারের ৯০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ বিবেচনা করেই ফ্লোর প্রাইস আরোপ করতে হয়েছে। এই সিদ্ধান্ত না নিলে ফোর্স সেল হয়ে মানুষের সর্বনাশ হয়ে যেত।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘প্রসপেক্টাস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট।’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান (সিএসই) আসিফ ইব্রাহিম, শেয়ারবাজারে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির সাবেক সভাপতি আজম জে চৌধুরী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মনিরুজ্জামান।

ইআরএফের সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সদস্য ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

বিএসইসি চেয়ারম্যান বলেন, উন্নত দেশগুলোর স্টক এক্সচেঞ্জে ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বাকি ১০ শতাংশ রিটেইল। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টো। আমাদের বাজারে প্রাতিষ্ঠানিক ইনভেস্টর থাকলে ফ্লোর প্রাইজ নিয়ে চিন্তা করতে হতো না। আমি আইওএসকোর (বিশ্বের বিভিন্ন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন) একজন সদস্য হয়েও বিপাকে পড়ে ফ্লোর প্রাইজের কথা ভাবতে হয়েছে।

ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান

তিনি বলেন, শুধুমাত্র রিটেইল ইনভেস্টরদের কথা ভেবে কমিশনকে ফ্লোর প্রাইজের কথা চিন্তা করতে হয়েছে। অনেক মানুষের মার্জিন থাকে। ফোর্স সেল হয়ে মানুষের সর্বনাশ হয়ে যেত।

তিনি আরও বলেন, আমরা যখন এসেছি তখন ছিল করোনা, একদম বন্ধ মার্কেট। আমরা এসেই কাজ করেছি কীভাবে শেয়ারবাজারকে চালু করা যায়। বন্ধ মার্কেটকে পুনরায় চালু করতে আমরা ঠিকই প্রতিদিন অফিস করেছি। কিন্তু আমরা ছাড়াও মার্কেটে যারা কাজ করে, যারা মধ্যস্ততাকারী আছেন তারা অফিস করছিলেন না। তারা ভয়ে ঘর থেকে বের হচ্ছিলেন না। তার পরেও আমরা মার্কেটকে সাড়ে ৬ হাজার পয়েন্টে নিয়ে এসেছি।

ইটিএফ, বন্ড, কমোডিটি এক্সচেঞ্জের মতো প্রোডাক্ট শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে তিনি বলেন, হয়তো এখন আমরা সমালোচিত হচ্ছি, কিন্তু আমরা যে কাজ করেছি তার সুফল ভবিষ্যতে পাবেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা কান্ট্রি ব্র্যান্ডিং করেছি, অনেকেই বলবেন এটা আমাদের কাজ না। কিন্তু ব্র্যান্ডিং করলে ইনভেস্টমেন্ট আসে। ইকোনোমিক অ্যাক্টিভিটিজ বাড়ে। এতে কর্মসংস্থান হয়। মানুষের হাতে অর্থ আসে। এতে নতুন বিনিয়োগ আসার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, এদেশের প্রধান সমস্যা হলো কর্মসংস্থান। ভালো লোককে, ভালো জায়গায়, ভালো বেতনে কাজের সুযোগ করে দেয়া যায় না।

শেয়ারবাজারে অর্থনৈতিক সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান। বলেন, নেগেটিভ ইম্প্যাক্টের কারণে মানুষ সেফটি মেজারস নেয়, যার কারণে বিনিয়োগ কমে গেছে।

তুলনামূলক বাংলাদেশের শেয়ারবাজার ভালো রয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিভিন্ন চাপের কারণে বাংলাদেশের শেয়ারবাজার ভলাটিলিটির মধ্যে দিয়ে গেছে ঠিকই, কিন্তু ভলাটিলিটি ইনডেক্স দেখলে বুঝতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় আমরা অনেক ভালো ছিলাম।

সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

বিনিয়োগ শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগারী এবং বাজার উভয়ের জন্য বিনিয়োগ শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে বিনিয়োগ শিক্ষা কীভাবে যুক্ত করা যায় সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও দেশের শেয়ারবাজার ভালো করছে। বাজার উন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। তবে জেনে-বুঝে বিনিয়োগ করা মানুষ অনেক কম।

তিনি বলেন, শেয়ারবাজারে লেনদেন ও সূচক অনেক বেড়েছে। একইসঙ্গে মার্কেট ক্যাপিটালও বেড়েছে। গত বছর বাজার মূলধল ছিলো ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে এর পরিমাণ সাড়ে ৭ লাখ কোটি টাকা। বর্তমান কমিশন গভর্নেন্সে বেশ মনযোগী হয়েছে। এটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। গত ২০১৯ সালে ৮ শতাংশের কাছাকাছি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছিলো। সে সময় বিভিন্ন সংকট দেখা দেয়। সংকটের মধ্যেও ৫ শতাংশের উপরে গ্রোথ হয়েছে। এছাড়া সারা দেশের মানুষের হাতে টাকা আছে। একইসঙ্গে রয়েছে শক্তিশালী উদ্যোক্তা। তারা মার্কেটে আসতে চায়। তবে খাতটিতে দক্ষ জনবলের অভাব রয়েছে। বাজারে গুটিকয়েক মানুষের পদচারণা রয়েছে। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও অনেক কম। এছাড়া পলিসি মেকারে আরও বেশি মানযোগ বাড়াতে হবে।

ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংক সঠিক জায়গা নয়। তাই ভবিষ্যত অর্থনেতিক লক্ষ্য অর্জনে শেয়ারবাজার ছাড়া কোনো গতি নেই।

তিনি বলেন, দেশের শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই, সিএসই ও বাংলাদেশ ব্যাংকসহ সবাই একসঙ্গে কাজ করছি। বর্তমানে আমরা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। অর্থনৈতিক পরিস্থিতি একটি দেশের প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com