1. banijjobarta22@gmail.com : admin :

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস

  • Last Update: Wednesday, November 30, 2022

নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে রিটার্ন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এম এ মুমেন এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ে দেশেও। সেজন্য নভেম্বর মাসজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকলেও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে রিটার্ন জমার সময় আরও এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।

আয়কর আইনজীবীরা ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও মঙ্গলবার সময় বাড়াতে এনবিআরকে চিঠি দিয়েছিল।

প্রতি বছরের ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন, এ দিনটি আয়কর দিবস হিসেবে পালন করে এনবিআর। বারবার রিটার্ন জমার সময় বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ২০১৬ সালে আয়কর দিবসে রিটার্ন দাখিলের শেষ দিন নির্দিষ্ট করা হয়। এ নিয়ে সে বছরই সংসদে আইন পাস হয়।

এদিকে চলতি অর্থবছরে করদাতাদের সুবিধার্থে কর সেবা মাস পালন করা হচ্ছে। প্রতিটি কর অঞ্চলের নিচে তাঁবু টানিয়ে করদাতাদের রিটার্ন সংগ্রহ করা হচ্ছে।

এজন্য রিটার্ন ফরম, চালান স্লিপ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কর সেবা মাসে ২০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com