1. banijjobarta22@gmail.com : admin :

বিডার ওয়ান স্টপ সার্ভিসে আরও ৮ সেবা

  • Last Update: Wednesday, February 23, 2022

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) নতুন ৪টি প্রতিষ্ঠানের ৮টি সেবা যুক্ত করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রয়ারি) নতুন চারটি প্রতিষ্ঠান ও বিডার মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU)সই হয়েছে।

প্রতিষ্ঠান চারটি হলো- বিস্ফোরক পরিদপ্তর, প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, ওয়ান ব্যাংক লিমিটেড এবং মেঘনা ব্যাংক লিমিটেড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিস্ফোরক পরিদপ্তর দুইটি সেবা দেবে। সেবাদুটি হলো- বিস্ফোরক লাইসেন্স ইস্যুকরণ ও বিস্ফোরক লাইন্সে নবায়ন।

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় চারটি সেবা দিবে। সেগুলো হলো- বয়লার আমদানির অনাপত্তি সনদ, বয়লার নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, বয়লার সনদপত্র নবায়ন (পরিদর্শনসহ) ও মালিকানা পরিবর্তন (নাম/ঠিকানা)।

এছাড়া ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংক অনলাইনে একাউন্ট খোলার সেবা দেবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন বলেন, বিনিয়োগকারিদের সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। আমরা ইতোমধ্যে ১৮টি প্রতিষ্ঠানের ৫৬ সেবা দিয়ে আসছিলাম। আজ আরও চারটি প্রতিষ্ঠানের ৮ টি সেবা যুক্ত হয়েছে। তবে এত আয়োজন সত্ত্বেও সেবাগ্রহীতারা আমাদের কাছে তেমন আসছে না।

তিনি বিনিয়োগকারীদের বিডার ওএসএস সেবা নেওয়ার আহ্বান জানান।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com