1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান হলেও তলানিতে লেনদেন

  • Last Update: Sunday, November 27, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হলেও লেনদেন রয়েছে তলানিতেই। আজ ডিএসইতে ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৫ কোটি ৯৩ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com