নিজস্ব প্রতিবেদক
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নতুন মাইলফলক অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৩ নভেম্বর) পর্যন্ত অনলাইনে এক লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এনবিআরের এমন সাফল্য কেক কেটে উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।
এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো. জাহিদ হাছান, সামস্ উদ্দিন আহমেদ, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থপনা) শাহীন আক্তারসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।