নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষের মধ্যে বীমা নিয়ে সচেতনতা তৈরি এবং আস্থা ফেরাতে বীমা মেলার প্রচলন করা হয়। জাতীয়ভাবে ২০১৬ সালের মার্চে ঢাকায় এবং দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে এই মেলা হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বীমা মেলা। ইতিমধ্যে মেলার সকল প্রস্তুতি শেষ করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বরিশালে বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্কে) বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বীমা মেলার উদ্বোধন করা হবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মাইনুল ইসলাম।
মেলার উদ্বোধনের আগে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্কে) বেলুন উড়ানো হবে। সকল বীমা কোম্পানি ও করপোরেশনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। এরপর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
অতিথিদের বক্তব্য শেষে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করাসহ মেলার অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করবেন।
দেশের দুটি সরকারি বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশনসহ সকল বেসরকারি বীমা কোম্পানি, বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা বিষয়ে প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির স্টল থাকবে।
এসব স্টল থেকে বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। তাছাড়া বীমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বীমা পণ্য সম্পর্কে তথ্যাদিসহ গ্রাহকদের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে।
মেলায় বীমা কোম্পানিগুলো বিভিন্ন পলিসি বিক্রি এবং বীমা দাবি নিষ্পত্তি করবেন। এছাড়া বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ ও পরামর্শের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর স্টল থাকবে বীমা মেলায়।
এদিকে বীমা মেলা নিয়ে খাত সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে বরিশাল পৌঁছে গেছেন। মেলা উপলক্ষে কোম্পানিগুলোও বাড়তি প্রস্তুতি নিয়েছে।
বীমা মেলা নিয়ে সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বাণিজ্য বার্তাকে বলেন, বীমা মেলার সুদুর প্রসারী একটা প্রভাব আছে। বাংলাদেশে বীমার প্রতি মানুষের যেহেতু নেতিবাচক মনোভাব রয়েছে; মেলা সেই ধারনা কিছুটা হলেও পরিবর্তন করবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমাকে জনপ্রিয় করার জন্যই বীমা মেলা আয়োজন করতে শুরু করে। এতে ফলও হয়েছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বীমা সম্পর্কে ইতিবাচক ধারনা পৌঁছে দেওয়া সহজ হচ্ছে।
তিনি বলেন, বীমা মেলা মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি করে। কারণ এখন ডিজিটাল যুগ। বরিশালে মেলা হলেও এই বার্তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। প্রচারণা বাড়বে। তাছাড়া মেলাকে কেন্দ্র করে দাবি পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে। ফলে কোম্পানিগুলোও গ্রাহকের দাবির বিষয়ে সতর্ক হবে। শুধু দাবি পরিশোধ হবে বিষয়টি তা নয়, অনেক পলিসিও বিক্রি হবে।
তিনি আরও বলেন, বীমা পেশায় যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্যও বড় একট সুযোগ তৈরি করবে এই মেলা। অর্থাৎ মেলার মাধ্যমে কর্মসংস্থান তৈরির বড় একটা সুযোগ তৈরি হবে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. জিয়াউল হক, এফএলএমআই বাণিজ্য বার্তাকে বলেন, বীমা মেলা সরকারের অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সরকার ইতিমধ্যে বীমা দিবসকে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের দুটো বিষয় পালন করতে বলেছেন। প্রথমটি হচ্ছে- কোনো ক্লেইম পেন্ডিং না রাখা আর দ্বিতীয়টি হলো প্রচার-প্রচারণা বাড়ানো। গত দু’বছর থেকে এখন পর্যন্ত আমাদের কোনো ক্লেইম পেন্ডিং নেই। এই স্বচ্ছ ইমেজ নিয়ে আমরা সেখানে প্রতিনিধিত্ব করবো।
তিনি বলেন, মেলা উপলক্ষে আমরা শোভাযাত্রায় যাবো, সাংগঠনিক অফিসগুলোতে আমাদের অবস্থান জানাবো পাশাপাশি আমরা যে নিয়মিত ক্লেইমগুলো ক্লিয়ার করছি সেগুলো তুলে ধরবো।