1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে

  • Last Update: Tuesday, November 22, 2022

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল থেকে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com