1. banijjobarta22@gmail.com : admin :

আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • Last Update: Thursday, November 17, 2022

নিজস্ব প্রতিবেদক

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৫০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কমিশনের ৮৪৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। এর সুদের হার হবে সাড়ে ৭ থেকে ১০ শতাংশের মধ্যে।

আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের পুরো অবসায়ন ঘটবে। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আর এর সুদের হার হবে ভাসমান।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে সহায়ক হবে।

আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট এবং উচ্চ বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড। এর অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com