1. banijjobarta22@gmail.com : admin :

বেড়েছে কৃষি ঋণ বিতরণ

  • Last Update: Thursday, November 17, 2022

নিজস্ব প্রতিবেদক

গত সেপ্টেম্বর মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ২ হাজার ৭৪৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। অক্টোবরে বিতরণ করেছে ২ হাজার ৮৮৫ কোটি টাকা। যা এক মাসের ব্যবধানে বেড়েছে ১৩৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) কৃষি ও পল্লীঋণ খাতে ৯ হাজার ৪৬৯ কোটি ৩৪ লাখ টাকা ঋণ বিতরণ হয়েছে। এর পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি। গত বছরের একই মাসে কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছিলো ৭ হাজার ৯০৫ কোটি টাকা। সে হিসেবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৫৬৪ কোটি টাকা।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাসে জুলাইতে দেশে কৃষিঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা। এছাড়া দ্বিতীয় মাসে (আগস্ট) ২ হাজার ১৭৩ কোটি টাকা বিতরণ হয়েছে। সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ হয়েছে ২ হাজার ৭৪৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। যার মধ্যে অর্থবছরের প্রথম চার মাসেই ৯ হাজার ৪৬৯ কোটি ৩৪ লাখ টাকা বা ৩০ দশমিক ৬৩ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। এর আগে গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ধরা হয়েছিলো। তবে তখন ব্যাংকগুলো তার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিতরণ করেছিলো। বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৫০ হাজার ৪৬৮ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরে সরকারি ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৭৫৮ কোটি টাকা। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর ১৯ হাজার ১৫৩ কোটি টাকা। এর মধ্যে প্রথম চার মাসে সরকারি ব্যাংকগুলো ৩ হাজার ৩৮৩ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকগুলো ৬ হাজার ৮৬ কোটি টাকা বিতরণ করেছে। এসময় কৃষি ও পল্লীঋণ খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে রাষ্ট্রের বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি আলোচিত সময়ের মধ্যে ঋণ বিতরণ করেছে ১ হাজার ৯৬৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে কৃষকরা ঋণ শোধ করেছেন ৯ হাজার ৭৮০ কোটি টাকার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৭ হাজার ৫৯৭ কোটি টাকা। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ২ হাজার ১৮৩ কোটি টাকা।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com