1. banijjobarta22@gmail.com : admin :

লেনদেন শুরুর দিনই ফেস ভ্যালুর নিচে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার

  • Last Update: Wednesday, November 16, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে লেনদেনের শুরুর দিনই অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর নিতে নেমে গেছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম। আজ শেয়ারটির দর কমেছে ১টাবা বা ১০ শতাংশ।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলনের পর বুধবার (১৬ নভেম্বর) মূল মার্কেটে লেনদেন শুরু করে ব্যাংকটি। কিন্তু শেয়ার প্রতি ১০ টাকা নির্ধারিত মূল্যে লেনদেন শুরু হলেও দিন শেষে ক্লোজিং হয় ৯টাকায়।

আজ সর্বোচ্চ মূল্য উঠেছিল ৯ টাকা ৮০ পয়সা। আজ ১১ হাজার ৮১৭ বারে ২ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৬৬১টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ২৫ লাখ টাকা প্রায়।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com