নিজস্ব প্রতিবেদক
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হলেও টাকার অঙ্কে লেনদেন নেমেছে তলানিতে।
বুধবার ডিএসইতে ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৯২ কোটি ৪০ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে।নআর ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।