1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ধারাবাহিক পতন

  • Last Update: Tuesday, November 15, 2022

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা কম। গতকাল লেসদেন হয়েছিল ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে আজ ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com