নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে নতুন একটি শাখার উদ্বোধন করেছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ইফকো কমপ্লেক্সের ৬ তলায় ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজুল ইসলাম।
তিনি বলেন, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকদের সন্তুষ্টি এবং তাদের বিনিয়োগের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে।
তিনি বনেন, নতুন শাখায় শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিও হিসাব খোলা, ডিপোজিটরি সার্ভিস, আইপিও আবেদন, শেয়ার কেনাবেচা, সিকিউরিটি ট্রেডিং ইত্যাদি সেবা পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমেও বিভিন্ন সেবা নিতে পারবেন গ্রাহকরা।