1. banijjobarta22@gmail.com : admin :

আরও একটি ওষুধ রপ্তানির অনুমতি পেলো রেনেটা

  • Last Update: Thursday, November 3, 2022

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের রাজেন্দ্রপুর কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেয়েছে। পাশাপাশি এই কারখানায় উৎপাদিত উচ্চ রক্তচাপের ওষুধ মেটোপ্রোলল টারট্রেট রপ্তানির অনুমতিও দিয়েছে এফডিএ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, Risperidone, Metoprolol Tartrat, Rolip ও Glycopyrrolate সহ রেনাটার ৬টি ওষুধ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আছে। এর মধ্যে Rolip (Rosuvastatin) এর রপ্তানি ইতোমধ্যে শুরু হয়েছে। বাকী ওষুধগুলোর রপ্তানির প্রক্রিয়া চলমান আছে।

বর্তমানে প্রায় এক ডজন দেশে রেনাটার ওষুধ রপ্তানি হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউ হচ্ছে রেনেটার সবচেয়ে বড় রপ্তানি বাজার।

কোম্পানিটি আশা করছে, এই অনুমোদনের পর রেনেটা প্লেইন জেনেরিক, প্যারা আইভি এবং এনসিই-১ ফাইলিংসহ মার্কিন বাজারে প্রবেশ করবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com