1. banijjobarta22@gmail.com : admin :

প্রযুক্তিগত ত্রুটি নয়, ডিএসইর লেনদেন বন্ধ ভুলে!

  • Last Update: Sunday, October 30, 2022

নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক ত্রুটি নয়, বরং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ভুলে বন্ধ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৩০ অক্টোবর) ডিএসই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ (৩০.১০.২০২২) লেনদেন বন্ধ থাকার জন্য কোন প্রযুক্তিগত ত্রুটি নেই৷ ডিএসই মার্কেট অপারেশন ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের সার্কিট ব্রেকার তুলে দেয়৷ ফলে মার্কেট বন্ধ রাখা হয়৷ এই ভুল সংশোধন করে মার্কেট সকাল ৯:৩০ মিনিট এর পরিবর্তে ১১:০০ ঘটিকায় মার্কেট চালু করা হয়৷ যা দুপুর ২:৩৫ মিনিট পর্যন্ত চলবে’

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com