1. banijjobarta22@gmail.com : admin :

ত্রুটি কাটিয়ে ডিএসইতে লেনদেন চালু

  • Last Update: Sunday, October 30, 2022

নিজস্ব প্রতিবেদক

কারিগরি সমস্যার সমাধানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকাল ১১টায় লেনদেন চালু হয়।

সাড়ে নয়টায থেকে নিয়মিত লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ক্রটির কারণে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই।

রবিবার (৩০ অক্টোবর) সকালে ডিএসই ঘোষণা দেয়, সকাল সাড়ে ৯ টার পরিবর্তে সপ্তাহের দশটায় লেনদেন শুরু হবে। কিন্তু সকাল ১০টাতেও লেনদেন শুরু করতে পারেনি ডিএসই। পরে সকাল ১১টায় লেনদেন চালু হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এর আগে চলতি মাসের ২৪ তারিখেও কারিগরি সমস্যার কারণে লেনদেন তিন ঘন্টা ১২ মিনিটের জন্য লেনদেন বন্ধ করে দিয়েছিল ডিএসই। সেদিন কারিগরি সমস্যায় সকাল ১০টা ৫৮মিনিট থেকে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে লেনদেন শুরু হয় দুপুরন২ টা ১০ মিনিটে।

কারিগরি সমস্যায় ২৪ অক্টোবর ডিএসইর লেনদেন বন্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই তদন্ত কমিটি ওই দিন থেকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com