1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের ব্যাপক পতন

  • Last Update: Monday, October 17, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। টাকার অংকেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৫ কোটি ২৮ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৬টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৮২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৬৯ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রবা/আরএম/

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com