1. banijjobarta22@gmail.com : admin :

কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিধিমালা বিএসইসিতে জমা

  • Last Update: Wednesday, October 12, 2022

নিজস্ব প্রতিবেদন

দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালুর খসড়া বিধিমালা জমা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে খসড়া বিধিমালাটি হস্তান্তর করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারঅ্যাক্টিভ প্রতিক্রিয়ায় সিএসই ও ভারতের মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়ার (এমসিএক্স) কোর টিমের মধ্যে একাধিক ব্রেনস্টর্মিং সেশন এবং সিএসই, বিএসইসি অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারকে সাম্প্রতিক অনসাইট ভিজিটের ওপর ভিত্তি করে সামঞ্জস্যপূর্ণ পণ্য ডেরিভেটিভস সেগমেন্ট সংক্রান্ত প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার খসড়া বিধিমালা তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমোডিটি এক্সচেঞ্জ তৈরি এবং বিকাশের জন্য খসড়া বিধিমালাটি (দুটি ধাপে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে) কমিশনের কাছে সদয় পর্যালোচনা এবং প্রতিক্রিয়ার জন্য প্রত্যাশিতভাবে জমা দেওয়া হয়েছে।

কমোডিটি এক্সচেঞ্জের পরামর্শক এমসিএক্সের সঙ্গে চুক্তি সইয়ের ছয় মাসের মধ্যে প্রথম উদ্যোগটি সফলভাবে শেষ করেছে সিএসই।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com