নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসি) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। টাকার অংকেও লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১০ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪০৭ কোটি ১৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিলো ১ হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১৭ শতাংশ কমেছে। দাঁড়িয়েছে ১৯ হাজার পয়েন্টে। সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।