1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের ব্যাপক পতন

  • Last Update: Monday, October 10, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকে ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com