1. banijjobarta22@gmail.com : admin :

নাভানা ফার্মার শেয়ার বরাদ্দ

  • Last Update: Sunday, October 2, 2022

নিজস্ব প্রতিবেদক

সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (২ অক্টোবর) ডিএসইতে স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, সিএফও এ জি এম সাত্বিক আহমেদ শাহ, সিআরও (ইনচার্জ) বজলুর রহমান, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিএফও আবু হুরাইরা, এফসিএ, কোম্পানি সচিব জয়নুল আবেদীনসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের হেড মো. রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মো. আবদুল কাদের খন্দকার প্রো-রাটার ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬.১৬ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগণ ৪৫টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১৮৮ টি শেয়ার বরাদ্ধ পায়।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com