1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে

  • Last Update: Sunday, October 2, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকে বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৩ পয়েন্টে।

রোববার ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩১৬ কোটি ৪৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com