নিজস্ব প্রতিবেদক
গুজবের কারণে শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, আমাদের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অধিকাংশই ক্ষুদ্র বিনিয়োগকারী। তারা বিভিন্ন সময় গুজবের পিছনে ছুটে থাকেন। এই সুযোগটি কাজে লাগিয়ে একশ্রেণির লোকজন বাজারে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। এদের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।
বাণিজ্য ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে বিএসইসি চেয়ারম্যান বলেন, যারা গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করে থাকে; তাদের নিয়ন্ত্রণে কমিশন বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ, সিআইডিসহ সকলে বেশ তৎপর। যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এতে বাজারে গুজব সৃষ্ঠিকারীরা এখন আতংকের মধ্যে আছে। বাজারে গুজব সৃষ্টির পরিমান অনেকাংশ কমে এসেছে।
নতুন বিনিয়োকারীদের উদ্দেশ্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের শেয়ারবাজারে প্রতিদিন অনেক নতুন বিনিয়োগকারী আসছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যমি শেয়ারবাজার না বোঝেন তাহলে বন্ডে বিনিয়োগ করেন। এখানে ঝুঁকি কম। বছর শেষে বিনিয়োগকারীর লাভ নিশ্চিত। আর যদি শেয়ারবাজার ভালো বোঝেন তবে সেকেন্ডোরি বাজারে লেনদেন করতে পারেন।